জীববৈচিত্র্যের আধার আফ্রিকায় হাজার হাজার বছর ধরে চলে আসা ‘দ্য গ্রেট আফ্রিকান মাইগ্রেশন’ পৃথিবীর পশুপ্রেমীদের জন্য একটি দুর্দান্ত দৃষ্টিনন্দন ঘটনা। সেরেঙ্গাতি ন্যাশনাল পার্কে যে পরিমাণ পর্যটকের আগমন ঘটে, তার সিংহভাগই আসে ‘দ্য গ্রেট আফ্রিকান মাইগ্রেশন’ এর সময়ে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা কিংবা ‘সারভাইভাল ফর দ্য ফিটেস্ট’ তত্ত্বের বাস্তবিক প্রয়োগ এই ঘটনাকে স্বাতন্ত্র্য এনে দিয়েছে।
#animals #serengetinationalpark #greatafricanmigration #statewatch